দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা ও ‘আরআরআর’-খ্যাত অভিনেতা রাম চরণ আবারও বাবা হতে চলেছেন। দীপাবলির উৎসবমুখর দিনে স্ত্রী উপাসনা কোনিডেলা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক ভিডিওতেই এই সুখবর প্রকাশ পায়।
যদিও দম্পতি আনুষ্ঠানিক ঘোষণা দেননি, উপাসনার ইনস্টাগ্রামে পোস্ট করা সাধের অনুষ্ঠানের ভিডিও দেখে ভক্তরা বুঝে গেছেন তাদের পরিবারে নতুন অতিথি আসছে শিগগিরই। ভিডিওর ক্যাপশনে উপাসনা লিখেছেন, “এই দীপাবলির আনন্দ দ্বিগুণ, ভালোবাসাও দ্বিগুণ। আমরা কৃতজ্ঞ। নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি।”
ভিডিওটিতে পরিবারের সদস্যদের আনন্দ-উৎসবের মুহূর্ত ধরা পড়ে। বিশেষভাবে দেখা যায়, আচার-অনুষ্ঠানের মাঝে একটি শিশুর ছোট পায়ের ছাপ, যা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে তোলে। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয় এবং শুভেচ্ছায় ভরে ওঠে অভিনেতা দম্পতির টাইমলাইন।
রাম চরণ ও উপাসনা ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দশ বছর পর, ২০২৩ সালে তারা কন্যাসন্তানের বাবা-মা হন, যার নাম ক্লিন কারা। দীর্ঘ প্রতীক্ষার পর এবার দ্বিতীয় সন্তানের আগমনে তাদের ভক্তরা উৎসাহে মাতোয়ারা।
রাম চরণকে ভিডিওতে হাসিমুখে পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা যায়। বহু ভক্ত মন্তব্য করেছেন— “এটাই দীপাবলির সেরা খবর!”
দক্ষিণী সিনেমাপ্রেমীরা এখন আগ্রহভরে অপেক্ষা করছেন, কবে এই তারকা দম্পতি আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় সন্তানের আগমনের খবরটি ঘোষণা করবেন।
ইএফ/