বলিউড তারকা অমিতাভ বচ্চনের পা ছুঁয়ে প্রণাম করায় বিতর্কে জড়িয়েছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) নামের শিখ সংগঠন তার এই আচরণকে শিখ ধর্মীয় নীতির পরিপন্থী বলে দাবি করেছে এবং দিলজিতের আসন্ন কনসার্ট বন্ধের হুমকি দিয়েছে।

ঘটনাটি ঘটে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-এর একটি বিশেষ পর্বের শুটিং সেটে। অনুষ্ঠানের প্রচারের আগে প্রকাশিত এক ঝলকে দেখা যায়, অমিতাভ বচ্চনের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে দিলজিৎ মঞ্চে গিয়ে তাঁর পা ছুঁয়ে প্রণাম করছেন। এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতেই নতুন বিতর্কের জন্ম দেয়।

এসএফজে অভিযোগ করেছে, অমিতাভ বচ্চনকে প্রণাম করে দিলজিৎ ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গায় নিহতদের প্রতি ‘অমর্যাদা’ করেছেন। সংগঠনের মুখপাত্রের দাবি, অমিতাভ সেই সময়ে কংগ্রেসের ঘনিষ্ঠ ছিলেন এবং দাঙ্গার সময় শিখদের বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করেছিলেন। এমন ব্যক্তিকে প্রণাম করা শিখ জাতির প্রতি অসম্মান।

সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, যদি দিলজিৎ দোসাঞ্জ প্রকাশ্যে ক্ষমা না চান, তবে আগামী ১ নভেম্বর অস্ট্রেলিয়ায় তাঁর কনসার্ট বন্ধ করে দেওয়া হবে।

এ ঘটনায় দিলজিতের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তাঁর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, দিলজিৎ কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, শুধু শ্রদ্ধাবোধ থেকেই অমিতাভ বচ্চনের পা ছুঁয়েছেন। এটি ধর্মীয় নয়, বরং সংস্কৃতিক সম্মান।

বিতর্কের মাঝেই ‘কেবিসি’-র ওই বিশেষ পর্বটি ৩১ অক্টোবর প্রচারিত হওয়ার কথা। অনেকেই বলছেন, ঘটনাটি প্রমাণ করে বলিউডে ধর্মীয় সংবেদনশীলতা এখন কতটা জটিল হয়ে উঠেছে।