পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ এবার ব্যক্তিগত এক শোকে ভেঙে পড়েছেন। প্রিয় চাচাকে হারিয়ে দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে অভিনেত্রী জানান, চাচার মৃত্যুর খবরে তিনি ভীষণ মর্মাহত। পোস্টের সঙ্গে তিনি প্রয়াত চাচার একটি ছবিও যুক্ত করেন।

মৌসুমী লেখেন—সুস্থ মানুষটাকে মাটিতে দিয়ে আসলাম। আমার রক স্টার। এখন আকাশের তারা হয়ে গেল। রেস্ট ইন পিস কাকু।

তিনি আরও লেখেন, তোমার প্রাণহীন চেহারাটা এত হাসি মাখা ছিল যে ওই চেহারাটাই সারা জীবন মনে থাকবে। তুমি ভালো থেকো। আসতেছি আমিও শিগগিরই হয়তো। আমরা একসাথেই আবার তাড়াতাড়ি চিল করব কাকু।

এরপর দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে মৌসুমী বলেন, এই দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি চিরতরে বিশ্বাস উঠে গেল, চিরতরে।

যদিও কী কারণে বা কী পরিস্থিতিতে তার চাচার মৃত্যু হয়েছে, তা বিস্তারিত জানাননি অভিনেত্রী।

তার এই পোস্টে অসংখ্য অনুরাগী ও সহকর্মী শোক প্রকাশ করেছেন। অভিনেতা রওনক হাসান, আহসান হাবিব নাসিমসহ অনেকে মন্তব্যে সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।