পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দুরেফিশান সেলিম জানিয়েছেন, তিনি কখনও প্রেমের সম্পর্কে জড়াবেন না সরাসরি বিয়ে করবেন। সম্প্রতি তার একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে আবারও আলোচনায় এসেছে এই তারকা।
‘দিল রুবা’ নাটকে পার্শ্বচরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয়জগতে অভিষেক হয় দুরেফিশানের। পরবর্তীতে ‘পারিজাদ’, ‘কাইসা হে নসিব’ ও ‘ইশ্ক মুরশিদ’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে তিনি দেশজুড়ে আলোচিত হন। বিশেষ করে বিলাল আব্বাস খানের সঙ্গে তার ‘ইশ্ক মুরশিদ’-এ ‘শিব্রা শাহমীর’ চরিত্রটি পাকিস্তানের গণ্ডি পেরিয়ে বাংলাদেশেও বিপুল দর্শকপ্রিয়তা পায়।
সাক্ষাৎকারে উপস্থাপক তাকে জিজ্ঞেস করেছিলেন প্রেমিক বা প্রেমের সম্পর্ক নিয়ে তার মত কী? উত্তরে দুরেফিশান হেসে বলেন, আমি কখনও কারও সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াবো না। প্রেম না করে সরাসরি বিয়ে করবো।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিলাল আব্বাস খান ও দুরেফিশানের সম্ভাব্য সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। যদিও দুজনের কেউই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। বরং দুরেফিশানের এই পুরনো মন্তব্য ভাইরাল হওয়ার পর ভক্তরা মজার ছলে মন্তব্য করছেন— তাহলে কি তিনি কথা রাখছেন?