বাংলাদেশের ফ্যাশন ও বিনোদন অঙ্গনের অন্যতম পরিচিত মুখ আদিল হোসেন নোবেল। জনপ্রিয় এই মডেল ও অভিনেতা সম্প্রতি একটি পডকাস্টে হাজির হয়ে তার সমসাময়িক প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ এবং কালজয়ী সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’ নিয়ে শেয়ার করলেন নিজের অনুভূতি।
অনেকেরই অজানা, ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত সালমান শাহ-মৌসুমী জুটির প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’–তে নায়ক চরিত্রে প্রথমে ভাবা হয়েছিল আদিল হোসেন নোবেলের কথা। তবে শেষ পর্যন্ত সালমান শাহকেই বেছে নেওয়া হয়।
পডকাস্টে উপস্থাপক যখন প্রশ্ন করেন— সালমান শাহের সফল অভিষেক সিনেমা আপনারই করার কথা ছিল। আফসোস হয়নি?
জবাবে নোবেল একদম ভিন্নভাবে বিষয়টি ব্যাখ্যা করেন। তিনি বলেন,
“আমার উল্টোটা লেগেছে। ইমন (সালমান শাহ) যখন করল, আমি হলে গিয়ে ছবিটা দেখি। মনে হলো— ‘মাই গড! আমি করিনি, বেঁচে গেছি ভাই!’ আমার করা হলে হয়তো ছবিটা এমন হতো না।”
নোবেলের মতে, সালমান শাহ ও মৌসুমী যে রকম সাবলীল অভিনয় করেছেন, তিনি হয়তো সেটা করতে পারতেন না।
“ইমন, মৌসুমী দুজনেই এত সুন্দরভাবে করেছে। সিনেমাটার গুণগত মান এত ভালো লেগেছে আমার কাছে— আমি করলে হয়তো মুভিটাই নষ্ট হয়ে যেত।”
পডকাস্টে আরও উঠে আসে নায়িকা মৌসুমীর দীর্ঘদিনের আক্ষেপ— যে তিনি কখনোই নোবেলের সঙ্গে কোনো সিনেমায় কাজ করতে পারেননি। এ প্রসঙ্গে মজার ভঙ্গিতে নোবেল বলেন,
“সে এখনও বলে আফসোস লাগে। আমি বলি, ‘মৌসুমী, ইটস টু লেইট। ইনশাআল্লাহ, পরের জনমে দেখা হবে।’”
সালমান শাহকে নিয়ে এমন খোলামেলা এবং সম্মানসূচক মন্তব্যে অনেক নেটিজেন ও ভক্তরা নোবেলের মানবিকতা ও বিনয়ী মানসিকতাকে সাধুবাদ জানিয়েছেন।