বলিউড সুপারস্টার সালমান খান নতুন করে আইনি জটিলতায় পড়েছেন। ভারতের রাজস্থানের কোটার এক সুরক্ষা আদালতে তার বিরুদ্ধে মামলা করেছেন রাজ্যের আইনজীবী ও বিজেপি নেতা ইন্দরমোহন সিং হানি। অভিযোগ, সালমান অভিনীত একটি পান মশলার বিজ্ঞাপনে ভ্রান্ত তথ্য প্রচার করা হয়েছে।
ইন্দরমোহন সিং হানির দাবি, রাজশ্রী পান মশলা-এর বিজ্ঞাপনে কেশরযুক্ত এলাচ বা কেশর মেশানো পান মশলা লেখা থাকলেও বাস্তবে পণ্যে কেশরের উপস্থিতি খুবই সামান্য, যা ভোক্তাদের বিভ্রান্ত করছে।
তার মতে, এই বিজ্ঞাপনের মাধ্যমে যুবসমাজ প্রলুব্ধ হচ্ছে। তারা ভাবছে তারা কেশরযুক্ত পান মশলা খাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে সেটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
অভিযোগের ভিত্তিতে আদালত ইতোমধ্যেই সালমান খান এবং সংশ্লিষ্ট পান মশলা সংস্থার বিরুদ্ধে নোটিশ জারি করেছে। মামলার শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ নভেম্বর।
বিজেপি নেতা আরও বলেন, সালমান খান যেহেতু জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা, তাই তার এমন বিভ্রান্তিকর বিজ্ঞাপনে অংশ নেওয়া নৈতিকতার পরিপন্থী। তিনি অভিনেতার জাতীয় পুরস্কারগুলোও প্রত্যাহারের আহ্বান জানান।
সালমান খান এর আগেও রাজশ্রী ইলাইচির বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন, যেখানে তাকে সরাসরি পান মশলা প্রচার করতে দেখা না গেলেও সাধারণ মানুষের কাছে দুটি পণ্যের সংযোগ তৈরি হয়েছিল। এবারও সেই একই ব্র্যান্ডের বিজ্ঞাপন ঘিরে নতুন বিতর্কে জড়ালেন অভিনেতা।