ওপার বাংলার জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি সবসময়ই ব্যক্তিগত জীবন ও খোলামেলা মতামতের কারণে শিরোনামে থাকেন। এবার দুর্গাপূজার শুভ নবমীতে তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের জন্য নিলেন এক ভিন্নধর্মী প্রতিজ্ঞা।
একটি পোস্টে স্বস্তিকা লিখেছেন,
“শুভ নবমী। এই পূজাতে নিজেকে একটা প্রতিজ্ঞা দিয়েছি—ছাগলদের কমেন্টের আর রিপ্লাই দেবো না। যদিও মাঝে মাঝে মনে হয়, চুপ না থেকে উত্তর দেওয়া উচিত। কিন্তু আসলে সেটা যোগ্য নয়।”
স্বস্তিকার মতে, সোশ্যাল মিডিয়ার ট্রলিং এখন আর কৌতুক বা মজার পর্যায়ে নেই, বরং এক মহামারির রূপ নিয়েছে। তিনি মনে করেন, প্রতিনিয়ত মানুষকে জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়, সেখানে বাড়তি নেতিবাচকতা একেবারেই অপ্রয়োজনীয়। তাই তিনি এখন থেকে নেতিবাচক মন্তব্যকে পাত্তা না দিয়ে ‘ব্লক’ করাকেই সর্বোত্তম সমাধান মনে করছেন।
অভিনেত্রী আরও লিখেছেন,
“যারা আমাকে ভালোবাসেন, তাদের জন্য রইল ভালোবাসা। আমি এই নিয়েই বাঁচবো।”
এছাড়া তিনি বিশেষভাবে বার্তা দিয়েছেন নারীদের উদ্দেশে, যারা প্রতিদিন বডি শেমিং ও এজ শেমিংয়ের মতো মানসিক নিপীড়নের বিরুদ্ধে লড়াই করছেন। স্বস্তিকা বলেন,
“আমরা তখনই জয়ী হবো, যদি আমরা এই লজ্জা নিজেদের ভেতরে বহন করা বন্ধ করি। যারা এই লড়াই চালিয়ে যাচ্ছেন, তাদের জন্য রইল অভিনন্দন আর অনেক ভালোবাসা।”