রাজধানীর মোহাম্মদপুরে এক যুবককে অপহরণের ঘটনায় জড়িত সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তাদের নাম এখনো জানা যায়নি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ।
তিনি ঢাকা মেইলকে বলেন, সেই যুবককে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করা হয়েছিল। এ কাজে এক নারীকে ব্যবহার করা হয়েছিল। প্রেমের ফাঁদে ফেলে তাকে একটি বাসায় নিয়ে আটকে রেখে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। রোববার এ ঘটনা ঘটে। পরে তার পরিবার থানায় অবগত করলে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
ইএফ/