শাহরুখ খানকে ঘিরে ভক্তদের উন্মাদনা সবসময়ই আলাদা। আসন্ন ছবি ‘কিং’–এ তার একাধিক লুক ফাঁস হয়েছে, আর এবার ভাইরাল হলো বন্দুক হাতে তার অ্যাকশন দৃশ্য। ছবিটিতে শাহরুখকে কালো স্যুট ও ডার্ক সানগ্লাস পরে বন্দুক তাক করা অবস্থায় দেখা গেছে, যা ভক্তদের মাঝে তোলপাড় সৃষ্টি করেছে।
পরিচালক ও কলাকুশলীরা শুটিং গোপন রাখার চেষ্টা করলেও আগে শাহরুখের সাদা চুল ও ট্যাটু করা লুকও ফাঁস হয়েছিল। এ কারণে ছবিটি নিয়ে প্রত্যাশা আরও বেড়েছে।
প্রথমে সুজয় ঘোষ পরিচালনা শুরু করলেও পরবর্তীতে দায়িত্ব নেন সিদ্ধার্থ আনন্দ, যিনি ‘পাঠান’-এর পরিচালক ছিলেন। ছবিতে শাহরুখের সঙ্গে প্রথমবার বড়পর্দায় আসছেন তার মেয়ে সুহানা খান। গল্পে তিনি থাকছেন শিষ্যের ভূমিকায়, আর শাহরুখ থাকবেন অভিজ্ঞ খুনির চরিত্রে।
এছাড়াও ছবিতে থাকছেন রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অনিল কাপুর ও অভয় বর্মা–সহ আরও অনেক তারকা। অ্যাকশন-থ্রিলারধর্মী এই ছবি ২০২৬ সালে মুক্তি পাবে বলে জানা গেছে।