বলিউডের সুপারস্টার শাহরুখ খান যখন নতুন কোনো ছবির ঘোষণা দেন, সেটি শুধু সিনেমা নয়—এক রাজকীয় আয়োজনেরই সমান! এবারও তার ব্যতিক্রম ঘটেনি। শাহরুখের নতুন ছবি ‘কিং’–এর টিজার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে উন্মাদনা। দর্শক–সমালোচক—সবার আলোচনায় এখন এই সিনেমাই।

‘জওয়ান’ ও ‘পাঠান’-এর বিশাল সাফল্যের পর শাহরুখ এবার ফিরছেন আরও জাঁকজমকপূর্ণভাবে। ‘কিং’-এ তাকে দেখা যাবে রাজকীয় আভিজাত্যে ভরপুর অ্যাকশন–ড্রামা চরিত্রে। বলিউড মহলে গুঞ্জন এই ছবিতে বাদশাহ যেন নিজেরই এক “রাজসভা” সাজিয়েছেন, যেখানে তার সঙ্গী হবেন শিল্পজগতের তাবড় তারকারা।

এই ছবির সবচেয়ে বড় চমক শাহরুখের বিপরীতে আছেন চিরচেনা হিট জুটি দীপিকা পাড়ুকোন। দীর্ঘদিনের পর্দা–রসায়ন এবারও ভক্তদের মধ্যে দারুণ প্রত্যাশা জাগিয়েছে। তবে আসল সারপ্রাইজ হলো শাহরুখের মেয়ে সুহানা খান।
‘দ্য আর্চিস’ দিয়ে ডিজিটাল অভিষেকের পর এবারই প্রথম বড় পর্দায় দেখা যাবে তাকে—তাও নিজের বাবার সঙ্গে একই ছবিতে!

‘কিং’-এর রাজসভায় রয়েছেন আরও একঝাঁক তারকা—অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ ও আরশাদ ওয়ারসি। তাদের পাশাপাশি নতুন প্রজন্মের মুখ রাঘব জুয়েল, অভয় ভার্মা ও কারানভির মালহোত্রা যুক্ত হচ্ছেন ছবিতে।
এছাড়া ওটিটি দুনিয়ার আলোচিত অভিনেতা জয়দীপ আহলাওয়াত ও সৌরভ শুক্লাও রয়েছেন এই বিশাল কাস্টে।

ছবিটি প্রযোজনা করছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স, পরিচালনায় আছেন শাহরুখের ‘পাঠান’-খ্যাত সিদ্ধার্থ আনন্দ। ফলে বলিউড মহল মনে করছে, ‘কিং’ হতে যাচ্ছে ২০২৬ সালের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা।

রাজকীয় সেট, অ্যাকশন, আবেগ ও পরিবারের ছোঁয়ায় ভরা এই সিনেমা—নিঃসন্দেহে শাহরুখ ভক্তদের জন্য হবে এক অনন্য উপহার।