প্রতারণা ও যৌন নির্যাতন এবং গর্ভপাতের অভিযোগে ভারতের মুম্বাইয়ের সান্তাক্রুজ পুলিশ বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার শচীন সাঙ্ঘভিকে গ্রেপ্তার করেছে। এক গায়িকা তার বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর গত ২৩ অক্টোবর গ্রেপ্তার করা হয় গায়ককে।

গায়িকার দায়েরকৃত অভিযোগ থেকে জানা গেছে, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ইনস্টাগ্রামে তার সঙ্গে বন্ধুত্ব হয় গায়কের। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২২ অক্টোবর ভিলে পার্লে পুলিশ সাঙ্ঘভির বিরুদ্ধে মামলা দায়ের করে এবং পরে গ্রেপ্তারের পর সান্তাক্রুজ থানায় হস্তান্তর করা হয় তাকে।

এ ঘটনায় ডিসিপি (জোন নবম) দীক্ষিত গেদাম বলেন, গায়কের বিরুদ্ধে বিএনএস ধারা ৬৯, ৭৪ এবং নারীর সম্মতি ছাড়াই তাকে গর্ভপাত ঘটানোর অভিযোগ আনা হয়েছে।

সাঙ্ঘভিকে পরে অবশ্য জামিনে মুক্ত দেয়া হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী আদিত্য মিঠে। তিনি বলেন, আমার মক্কেলের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ ভিত্তিহীন। এ মামলার কোনো যুক্তি নেই। তাকে আটকে রাখার বৈধতা ছিল না এবং এ জন্য তাকে তাৎক্ষণিকভাবে জামিন দেয়া হয়েছে। আমরা তার বিরুদ্ধে দায়েরকৃত সব অভিযোগ দ্ব্যর্থহীনভাবে রক্ষা করতে চাই।

এদিকে গায়িকা তার অভিযোগপত্রে বলেছেন, ইনস্টাগ্রামের মাধ্যমে পরিচয়ের পর সাঙ্ঘভির সঙ্গে দেখা করি। এতে তিনি আমার কণ্ঠের প্রশংসা করেন এবং সুযোগ দেন। আমরা ফোন নম্বর আদান-প্রদান করি এবং কাজের ব্যাপারে কথা বলতে থাকি। তিনি আমাকে তার সান্তাক্রুজ ওয়েস্ট স্টুডিওতে আমন্ত্রণ জানান। সেখানে ২০২৪ সালে আমরা নিয়মিত দেখা করতাম।

অভিযোগপত্রে তিনি দাবি করেন, গায়কের আগে থেকেই দাম্পত্যজীবন নিয়ে সমস্যা চলছিল। তিনি তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পরে বিয়ের প্রসঙ্গ তুললেই তিনি আমাকে এড়িয়ে যেতে থাকেন।

প্রসঙ্গত, ‘স্ত্রী ২’, ‘ভেদিয়া’, ‘জারা হাতকে জারা বাচকে’ ও সবশেষ দীপাবলিতে রিলিজে হওয়া ‘থাম্মা’র মতো সিনেমার জনপ্রিয় গানগুলোর জন্য শ্রোতামহলে ব্যাপক পরিচিত গায়ক সাঙ্ঘভি।