ঢালিউডে আসছে নতুন সিনেমা ‘দম’, যা পরিচালনা করছেন রেদওয়ান রনি। সম্প্রতি ছবিটির জমকালো শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন আফরান নিশো ও পূজা চেরি। ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন চঞ্চল চৌধুরী।

মহরতে উপস্থিত ছিলেন নির্মাতা রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল, আফরান নিশো, পূজা চেরি, চঞ্চল চৌধুরীসহ অন্যান্য কলাকুশলীরা। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পূজা চেরি মজার ছলে বলেন, এখানে মনে হয় আমি সবচেয়ে বয়স্ক, এনারা সবাই বাচ্চা! বিশেষ করে এই মানুষটা এফরান নিশোর দিকে ইশারা করে। নিশো হাসতে হাসতে জবাব দেন, হ্যাঁ, আমি তো বাচ্চাই!

পূজা আরও বলেন, নিশো ভাই শুটিংয়ে এতটাই কনফিউজড করে দেন যে কখন কী করতে হবে, ভাবতে ভাবতেই টেনশন লাগে। তবু আমি খুব এক্সাইটেড, কারণ এটি আমার জন্য বড় চ্যালেঞ্জ। দর্শকরা হয়তো বলবেন আমি গুণী, কিন্তু এই সিনেমা শেষ হলে মনে হবে আমি কিছুটা হলেও অভিনয় পারি।

অভিনয়শিল্পী হিসেবে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে আগ্রহী পূজা জানালেন, এর আগে যত কাজ করেছি, ভালোই হয়েছে; এবার নিজেকে আরও ভিন্নভাবে উপস্থাপন করতে পারব বলে আশা করছি।

প্রসঙ্গত, সিনেমা ‘দম’ সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সারভাইভাল গল্প, যেখানে মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসীদের সংগ্রাম ও জীবনধারার চ্যালেঞ্জ উঠে এসেছে। প্রথমে সৌদি আরব ও জর্ডানে শুটিং পরিকল্পনা থাকলেও এখন নির্মাতারা কাজাখস্তানে শুটিং করতে যাচ্ছেন।

শোনা যাচ্ছে, শিগগিরই শুটিং শুরু হবে এবং সিনেমাটি আগামী বছরের রোজার ঈদে মুক্তি পাবে।