বলিউডের খ্যাতনামা অভিনেতা অনুপম খের তার ৪০ বছরের বিবাহিত জীবনের বিশেষ মুহূর্তগুলো প্রকাশ করেছেন। তিনি বলেন, “মানুষকে আসলে চেনা যায় কঠিন সময়ে, ভালো সময়ে নয়। সংকটে আপনার আচরণই প্রকাশ করে চরিত্র।”
অনুপমের স্ত্রী কিরণ খের রাজনীতিতে ব্যস্ত থাকায় অনেক সময় তারা একসাথে ছিলেন না। তিনি যুক্তরাষ্ট্রে জনপ্রিয় টিভি শো ‘নিউ অ্যামস্টারডম’-এর তৃতীয় সিজনে ব্যস্ত ছিলেন, কিন্তু শো চলাকালীন জানতে পারেন কিরণ মাল্টিপল মায়েলোমায় আক্রান্ত। তখন অনুপম বলেছিলেন, শো ছেড়ে তার পাশে যাবেন।
তিনি জানান, “সফল ক্যারিয়ার ও অর্থনৈতিক সুযোগের চেয়ে ওর পাশে থাকা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল। শুধু বসে থাকিনি, বরং একজন স্বামী হিসেবে যা করা উচিত তাই করেছি।”
অনুপম খের আরও বলেন, সম্পর্কের মূল ভিত্তি সাহস। সাহসই ঠিক করে একজন মানুষ সংকটকালে কী সিদ্ধান্ত নেবে এবং কীভাবে আচরণ করবে।