বলিউড সুপারস্টার সালমান খানকে ‘সন্ত্রাসবাদী’ আখ্যা দিয়েছে পাকিস্তান এমন খবর নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় চলছে। তবে বিষয়টি পুরোপুরি ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে পাকিস্তান সরকার। তাদের দাবি, ভারতীয় কিছু সংবাদমাধ্যমের উসকানিমূলক প্রচারণাতেই এ বিতর্ক সৃষ্টি হয়েছে।
সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে এক আন্তর্জাতিক চলচ্চিত্র অনুষ্ঠানে অংশ নেন সালমান খান। সেখানে ভারতীয় সিনেমার বৈশ্বিক বাজার নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, সৌদি আরবে শুধু হিন্দি নয়, তামিল, তেলেগু, মালয়ালমসহ বিভিন্ন ভাষার ছবি মুক্তি পেলে সেগুলোরও দারুণ সাড়া পাওয়া যাবে। আফগানিস্তান, পাকিস্তান ও বালোচিস্তান থেকে আসা অনেক মানুষ এখানে কাজ করছেন এবং সফল হচ্ছেন।
সালমানের বক্তব্যের পর কিছু ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, ‘বালোচিস্তানকে আলাদা রাষ্ট্র হিসেবে উল্লেখ করায় পাকিস্তান তাকে সন্ত্রাসবাদী ঘোষণা করেছে।’ এরপর বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
বিতর্ক বাড়তে থাকলে ইসলামাবাদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে। বিবৃতিতে বলা হয়, আমাদের সরকারি রেকর্ড, নিষিদ্ধ তালিকা কিংবা কোনো প্রেসবিজ্ঞপ্তিতে সালমান খানের নাম নেই। তাকে সন্ত্রাসবাদী ঘোষণা করা হয়েছে এমন দাবি ভিত্তিহীন ও মিথ্যা।
মন্ত্রণালয় আরও জানায়, ভারতের কিছু সংবাদমাধ্যম যাচাই না করেই এমন সংবেদনশীল বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এর সঙ্গে পাকিস্তান সরকারের কোনো সম্পৃক্ততা নেই।
এদিকে, বলিউডে সালমান খানকে ঘিরে নতুন এই বিতর্কে তার ভক্তরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, আন্তর্জাতিক অঙ্গনে ভারতের প্রতিনিধিত্ব করা একজন শিল্পীর বক্তব্য নিয়ে রাজনৈতিক রঙ দেওয়াটা অনভিপ্রেত।