বলিউড ইন্ডাস্ট্রিতে দেখতে দেখতে প্রায় তিন দশক পার করে ফেলেছেন অভিনেতা ববি দেওল। ধ্রুপদী অভিনেতা ধর্মেন্দ্রর পুত্র ববি দেওলের অভিনয় যাত্রা শুরু হয়েছিল বাবার হাত ধরে। শুরুতে সফলতা পেয়েও পরবর্তীতে দীর্ঘ সময় নানা কারণবশত বিরতিতে ছিলেন তিনি। ববি দেওলের জীবন যেন এক রোলার-কোস্টারের মতো উত্থান-পতনের এক দীর্ঘ সফর।
ববি দেওলের ক্যারিয়ারে স্মরণীয় কাজের অভাব নেই। সাম্প্রতিক সময়ে ‘অ্যানিম্যাল’ সিনেমায় ‘আবরার’ চরিত্রে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। এছাড়া আরিয়ান খান পরিচালিত ডকুমেন্টারি ‘ব্যাডস অফ বলিউড’-এ তার উপস্থিতি নতুন করে আগ্রহ সৃষ্টি করেছে দর্শকদের মাঝে।
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ববি দেওল বলেন, তার অভিনয় জীবনে ছিল এক কঠিন সময় যখন তার হাতে কার্যত কোনো কাজ ছিল না। প্রযোজক-পরিচালকরা তাকে দেখে মুখ ফিরিয়ে নিতেন। তিনি জানান, “আমি প্রযোজক-পরিচালককে কাজের জন্য অনুরোধ করতাম। তাদের অফিসে যেতাম। কাজ না দিলেও অন্তত যেন তারা আমাকে মনে রাখে।”
তবে সেই সময়েও হাল ছাড়েননি ববি দেওল। তিনি বলেন, “মনে হয়েছিল আমি উঠে দাঁড়াতে পারব। কেউ যেন আমাকে ভিতর থেকে শক্তি জুগিয়েছিল। তাই আমি আবার ঘুরে দাঁড়াতে পেরেছি।”
ববি দেওলের এই ইতিবাচক মনোভাব এবং অনড় সংকল্পই তার ক্যারিয়ারে পুনরুদ্ধারের পথ প্রশস্ত করেছে।