ভারতের জনপ্রিয় টেলিভিশন তারকা জয় ভানুশালি ও মাহি ভিজ—যাদের একসময় ‘পাওয়ার কাপল’ হিসেবে ভাবা হতো, সেই জুটির দীর্ঘ দাম্পত্যজীবনে এবার টান পড়েছে। প্রায় ১৪ বছরের একসাথে পথচলার পর বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে আলাদা থাকছেন তারা। ভারতীয় বিনোদনমাধ্যমের খবরে জানা গেছে, গত দু-তিন মাস ধরেই জয় ও মাহি এক ছাদের নিচে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগেই চলতি বছরের জুলাই থেকে তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে তখন দুজনই এ বিষয়ে মুখে কুলুপ এঁটে ছিলেন। মাহি জানিয়েছিলেন—ব্যক্তিগত জীবন নিয়ে তিনি প্রকাশ্যে আলোচনায় যেতে চান না। কিন্তু শেষ পর্যন্ত বিষয়টি লুকিয়ে রাখা গেল না। ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, জুলাই-আগস্টেই আইনি বিচ্ছেদের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে তাদের।

দাম্পত্যজীবনের টানাপোড়েনের কারণ নিয়েও চলছে নানা গুঞ্জন। শোবিজ মহলের অনেকের দাবি—মাহির অতিরিক্ত সন্দেহ ও মনস্তাত্ত্বিক অস্থিরতা সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছিল। অন্যদিকে জয়ও ধীরে ধীরে দূরত্ব তৈরি করেন, যা শেষ পর্যন্ত সমাধানের বাইরে চলে যায়।

দুই তারকার সামাজিক মাধ্যমেও মিলছে বিচ্ছেদের ইঙ্গিত। দীর্ঘ সময় একসঙ্গে কোনো ছবি বা ভিডিও না শেয়ার করায় ভক্তরা সন্দেহ আরও পোক্ত করেন। আগের মতো ঠাসা পারিবারিক ভ্লগও বন্ধ হয়ে গেছে বহুদিন।

২০১১ সালের ডিসেম্বর মাসে প্রেমের সম্পর্ক থেকে বিয়ের বন্ধনে আবদ্ধ হন জয়-মাহি। ২০১৭ সালে রাজবীর ও খুশি নামে দুই শিশুকে দত্তক নেন তারা। দুই বছর পর ২০১৯ সালে জন্ম নেয় তাদের কন্যা, ছোট্ট তারা। এই তিন সন্তানকে ঘিরেই ছিল তাদের সংসারের আনন্দ। কিন্তু ২০২৪ সালের মাঝামাঝি থেকেই সম্পর্কে দূরত্ব শুরু হয় বলে জানা গেছে।

ভাঙনের আনুষ্ঠানিক ঘোষণা এখনো না এলেও, তাদের নীরবতা বলছে—সুখের ১৪ বছরের সম্পর্ক অবশেষে সমাপ্তির পথে।