১৯৯৬ সালে প্রয়াত টলিউড তারকা সালমান শাহ হত্যার প্রায় ২৮ বছর পর, সোমবার রমনা থানায় হত্যা মামলা দায়ের করেছেন তার মামা আলমগীর কুমকুম। মামলায় অভিযুক্ত করা হয়েছে খলঅভিনেতা আশরাফুল হক ডনসহ প্রাক্তন স্ত্রী সামির হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসিসহ ১১ জনকে।
মামলার আগে পিবিআই তদন্ত জানিয়েছিল, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছিলেন সালমান শাহ। প্রায় ৬০০ পৃষ্ঠার প্রতিবেদন অনুযায়ী হত্যার প্রমাণ পাওয়া যায়নি। সেই প্রতিবেদনের পর ডন বলেছিলেন, “কলিজার বন্ধুকে হত্যার মিথ্যা অভিযোগ থেকে অবশেষে মুক্তি পেয়েছি। সত্য কোনোদিন মিথ্যা হয় না।”
তবে এবার আদালতের নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যে নতুন মামলা দায়ের হওয়ায় ডন ফের জেরার মুখে পড়তে যাচ্ছেন। এই মামলার পরিপ্রেক্ষিতে ডন বা অন্যান্য আসামিদের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।