সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতরা হলেন— নোয়াখালীর সেনবাগ উপজেলার আমির হোসেন রুবেল (৪২) এবং সিলেটের বিছানাকান্দি এলাকার নাসির উদ্দিন (৪৮)। আহত হয়েছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার মোহাম্মদ মোক্তার আলী (৩৫)

স্থানীয় সময় শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে আবুধাবির সিলা হাইওয়ে, বর্তমান খলিফা বিন জায়েদ রোডের ১১ নম্বর এক্সিটের কাছে দুর্ঘটনা ঘটে। আহত মোক্তার আলী জানিয়েছেন, সকালে তিনি ও নাসির উদ্দিন আবুধাবি শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের হামিম এলাকায় মাছ ধরতে যাচ্ছিলেন। পথিমধ্যে গাড়িতে ত্রুটি দেখা দিলে রাস্তার পাশে থামেন। তখন সহযোগিতার জন্য বন্ধু রুবেলকে ফোন করেন।

রুবেল ঘটনাস্থলে পৌঁছে গাড়ির কুল্যান্টে পানি ঢালতে যান এবং ইঞ্জিন চালু করার চেষ্টা করেন। ঠিক তখনই পেছন দিক থেকে নিয়ন্ত্রণ হারানো একটি ছয় চাকার ট্রাক তাদের গাড়িগুলোর ওপর ধাক্কা দেয় এবং প্রায় আধা কিলোমিটার গাড়িগুলোকে টেনে নিয়ে যায়। ধাক্কায় তিনটি গাড়িতেই আগুন ধরে যায়। রুবেল ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান, আর নাসির মাথায় গুরুতর আঘাত পেয়ে প্রাণ হারান। আহত মোক্তার আলী ঘাড় ও পায়ে আঘাত পেলেও বেঁচে যান এবং পরে মাফরাক বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা পেয়েছেন।

নিহত রুবেল ও নাসির দীর্ঘদিন ধরে আবুধাবিতে আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। রুবেলের দুই ছেলে (১২ ও ১ বছর) এবং এক মেয়ে (৭ বছর) রয়েছে। নাসিরের সন্তানদের মধ্যে এক মেয়ে (১১) ও এক ছেলে (৫)।

ঘটনার পর পুলিশ ট্রাক ও চালককে আটক করেছে, প্রাথমিক ধারণা, চালক ঘুমে থাকা অবস্থায় দুর্ঘটনা ঘটেছে। প্রয়োজনীয় তদন্ত ও আনুষ্ঠানিকতা শেষে নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মোক্তার আলী।

এই মর্মান্তিক ঘটনায় প্রবাসী বাংলাদেশি সম্প্রদায় শোকাহত, এবং নিহতদের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হচ্ছে।