করদাতাদের স্বস্তি দিতে বিশেষ সুবিধা ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, আগামী ৩০ অক্টোবর পর্যন্ত করদাতারা সারচার্জ ছাড়াই ট্রেড লাইসেন্স নবায়ন করতে পারবেন। একইসঙ্গে ২০২৫–২৬ অর্থবছরের চার কিস্তির পৌরকর একসাথে পরিশোধ করলে ১০ শতাংশ রিবেট পাওয়া যাবে।

ডিএসসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বকেয়াসহ হালসনের পৌরকর পরিশোধ করলে কেবল চলতি অর্থবছরে এই ছাড় প্রযোজ্য হবে। পাশাপাশি কর্পোরেশনের মালিকানাধীন দোকানসমূহের ভাড়া এই সময়সীমার মধ্যে পরিশোধ করলে কোনো সারচার্জ বা জরিমানা আরোপ করা হবে না।

সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, করদাতাদের উৎসাহিত করতে ও রাজস্ব আদায় সহজ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যবসায়ী ও সম্পত্তি মালিকদের দ্রুত এ সুযোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, নিয়মিত কর পরিশোধে অনেকে অনিহা দেখালে রাজস্ব ঘাটতি দেখা দেয়। তাই নির্ধারিত সময়ের মধ্যে সবাইকে কর পরিশোধে উদ্বুদ্ধ করতে এমন রিবেট ব্যবস্থা কার্যকর করা হলো।