পুঁজিবাজারে তালিকভুক্ত চারটি কোম্পানির পরিচালনা পর্ষদে রোববার (২৮ সেপ্টেম্বর) লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে দুটি কোম্পানি গত ৩০ জুন সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অপর দুটি কোম্পানি নামমাত্র লভ্যাংশ ঘোষণা করেছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য পৃথকভাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিগুলো।

তথ্য অনুযায়ী, তাল্লু স্পিনিং মিলস লিমিটেড এবং মিথুন নিটিং অ্যান্ড ডাইয়িং লিমিটেডের পৃথক পরিচালনা পর্ষদ তাদের নিজ নিজ নিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড এবং বঙ্গজ লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানির উদ্যোক্তা ও পরিচালদের বাদে নিজ নিজ সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৩ শতাংশ হারে নগদ লভ্যাংশের ঘোষণা দিয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে তাল্লু স্পিনিংয়ের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ নভেম্বর বেলা ১১টায়, মিথুন নিটিংয়ের এজিএম ওইদিন দুপুর ১২টায়, দুলামিয়া কটনের এজিএম ৩ ডিসেম্বর বেলা ১১টায় এবং বঙ্গজ লিমিটেডের এজিএম ১২ নভেম্বর বেলা ১১টায় আহ্বান করা হয়েছে। পৃথম এজিএমে কোম্পানিগুলোর নিজ নিজ এজেন্ডাগুলো বিনিয়োগকারীদের অনুমোদন নেওয়া হবে। এই সংক্রান্ত কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে যথাক্রমে- ২১ অক্টোবর, ২৯ অক্টোবর, ২১ অক্টোবর এবং ২৩ অক্টোবর।

আর্থিক প্রতিবেদন অনুসারে, তাল্লু স্পিনিংয়ের ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৭৯ পয়সা। আগের বছরে এই লোকসান হয়েছিল ২ টাকা ৭০ পয়সা। কোম্পানির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) গত ৩০ জুন শেষে দাঁড়িয়েছে ১৩ টাকা ৩৪ পয়সায়, গত অর্থবছর শেষে যা ছিল ১৬ টাকা ১৪ পয়সা। অন্যদিকে কারখানা বন্ধ থাকায় মিথুন নিটিংয়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়নি।

এদিকে আলোচিত অর্থবছরে দুলামিয়া কটনের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২৫ পয়সা। আগের অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৮৮ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানির এনএভিপিএস দাঁড়িয়েছে ঋণাত্মক ৩৯ টাকা ৮৩ পয়সা। আগের অর্থবছর শেষে যা ছিল ঋণাত্মক ৪০ টাকা ৮ পয়সা।

এছাড়া গত অর্থবছরে বঙ্গজ লিমিটেডের ইপিএস হয়েছে ২৮ পয়সা। আগের বছরে যা হয়েছিল ৩১ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ২ পয়সা। আগের অর্থবছর শেষে যা ছিল ২১ টাকা ১ পয়সা।