বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্গো হেলপার (ক্যাজুয়াল) পদে লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ১৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার অনুষ্ঠিত এই পরীক্ষায় ঢাকার চারটি কেন্দ্রে এ ঘটনা ঘটে। এর মধ্যে বিএএফ শাহীন কলেজে ১০ জন, কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজে ২ জন এবং সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে ১ জনকে বহিষ্কার করা হয়।
রোববার বিমানের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে অসদুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।