বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে আদালত।

রবিবার দুপুরে সিআইডি সংবাদ সম্মেলনে জানায়, গত বৃহস্পতিবার আদালতের নির্দেশনা ব্যাংকটিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তবে কত দ্রুত অর্থ ফেরত আসবে, তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ ডলার হ্যাকিংয়ের মাধ্যমে চুরি হয়। এর মধ্যে দুই কোটি ডলার ফেরত এসেছে শ্রীলঙ্কা থেকে। বাকি অর্থ ফিলিপাইনে ক্যাসিনোতে চলে যায়।

সিআইডি আশা প্রকাশ করেছে, আরসিবিসি ব্যাংক তাদের আন্তর্জাতিক ভাবমূর্তি রক্ষায় দ্রুত অর্থ ফেরত পাঠাবে।