বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত অক্টোবরের আন্তর্জাতিক বাজারদর (Saudi CP) অনুযায়ী দেশে এলপিজির নতুন দাম সমন্বয় করা হবে।
এই ঘোষণা মঙ্গলবার বিকেল ৩টায় ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। প্রতি মাসের মতো এবারও বিইআরসি নতুন দামের নির্দেশনা জারি করবে, যা পরবর্তী ৩০ দিনের জন্য কার্যকর থাকবে।
বর্তমানে দেশে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১,১৯৯ টাকা। সৌদি সিপি দরে পরিবর্তন এলে স্থানীয় বাজারেও দাম বাড়া বা কমার সম্ভাবনা থাকে।
জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম কিছুটা স্থিতিশীল থাকায় অক্টোবর মাসে বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। তবে পরিবহন খরচ ও ট্যাক্সের প্রভাবও বিবেচনায় নেওয়া হবে।