পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা ব্যাংক পিএলসি ৮০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর অনুমোদন পেয়েছে। মঙ্গলবার বিএসইসির ৯৭৪তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বন্ডটি হবে আনসিকিউরড, নন-কনভার্টিবল ও ফ্লোটিং রেট ভিত্তিক। এতে রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ কুপন মার্জিন যোগ করে সুদ নির্ধারণ হবে।
এই অর্থ মূলত ‘ব্যাসেল–৩’ অনুযায়ী টিয়ার–২ মূলধন শক্তিশালী করতে ব্যবহার করা হবে। বন্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করবে ডিবিএইচ ফাইন্যান্স এবং অ্যারেঞ্জার ইউসিবি ইনভেস্টমেন্ট।