ব্যবসায়ী মহলের কাস্টমস, আয়কর এবং ভ্যাট-সংক্রান্ত সমস্যাগুলো সরাসরি শুনতে ও সমাধানের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়মিতভাবে ‘মিট দ্যা বিজনেস’ শীর্ষক সভার আয়োজন করে চলেছে। তারই ধারাবাহিকতায় এই সিরিজের তৃতীয় পর্বের সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী রোববার, ১৬ নভেম্বর। এই সভার মূল আলোচনার বিষয়বস্তু হলো ‘বন্ড অটোমেশন সিস্টেম আপ মডিউল’ সংক্রান্ত জটিলতা ও তার সমাধান।

জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহৎ শিল্পগোষ্ঠীর অংশগ্রহণ: এনবিআর চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ বৈঠকে দেশের বৃহৎ শিল্প ও বাণিজ্য সংগঠনগুলোর প্রতিনিধি দল অংশ নেবেন। এদের মধ্যে রয়েছে, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিকেএমইএ), বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএপিএমইএ),বাংলাদেশ টেক্সটাইল মিলস সমিতি (বিটিএমএ)।

এই সভাটি এনবিআরের মাল্টিপারপাস হলরুমে (কক্ষ নং: ৩০১) বিকেল ৩টায় শুরু হবে। এনবিআরের সকল সদস্য এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

ব্যবসা-বান্ধব এনবিআর উদ্যোগ: এর আগে গত সেপ্টেম্বর মাসে এনবিআর একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে তারা প্রতি মাসের দ্বিতীয় বুধবার ‘মিট দ্য বিজনেস’ অনুষ্ঠানের আয়োজন করবে। ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের সমস্যাগুলো চিহ্নিত করা এবং নীতিগত সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা ও গতি আনা এই উদ্যোগের প্রধান লক্ষ্য। রফতানিমুখী পোশাক শিল্পের প্রতিনিধিদের সঙ্গে বন্ড অটোমেশন নিয়ে আলোচনার মাধ্যমে ব্যবসার প্রক্রিয়াকে আরও মসৃণ ও আধুনিক করার পথ প্রশস্ত হবে বলে আশা করা হচ্ছে।

ইএফ/