বন্ড ইস্যুতে প্রতারণা ও সিকিউরিটিজ আইন লঙ্ঘনের অভিযোগে আইএফআইসি ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ারকে ৫ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিএসইসির ৯৮০তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
বিএসইসি জানায়, আইএফআইসি গ্যারান্টেড শেরপুর টাউশিপ গ্রিন জিরো কুপন বন্ড নামে একটি বন্ড ইস্যুর ক্ষেত্রে আইন লঙ্ঘিত হয়েছে। বন্ডটির অভিহিত মূল্য ছিল দেড় হাজার কোটি টাকা এবং ইস্যু মূল্য এক হাজার কোটি টাকা।
যদিও নামের মধ্যে ‘আইএফআইসি’ ব্যবহার করা হয়েছে, বন্ডটি আইএফআইসি ব্যাংকের নয়, বরং রিয়েল এস্টেট কোম্পানি শেরপুর টাউনশিপ লিমিটেড (এসটিএল) ইস্যু করেছিল। ব্যাংকটি কেবল গ্যারান্টার হিসেবে ভূমিকা রাখে।
কিন্তু বিভিন্ন বিজ্ঞাপনে আইএফআইসি আমার বন্ড নামে প্রচারণা চালানো হয়, যা বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। এতে অনেকেই ধারণা করেন বন্ডটি সরাসরি আইএফআইসি ব্যাংকের উদ্যোগে ইস্যু করা হয়েছে যা প্রকৃতপক্ষে বিনিয়োগকারীদের প্রতারণার শামিল।
এর আগে গত ৩০ জুলাই বিএসইসির ৯৬৫তম কমিশন সভায় এই বন্ড কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
তৎকালীন চেয়ারম্যান সালমান ফজলুর রহমানকে ১০০ কোটি টাকা জরিমানা ও পুঁজিবাজার থেকে আজীবন নিষিদ্ধ করা হয়।
এছাড়া ব্যাংকের ভাইস চেয়ারম্যানের ছেলে আহমেদ সায়ান ফজলুর রহমানকেও ৫০ কোটি টাকা জরিমানা এবং আজীবন পুঁজিবাজারে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
বিএসইসি সূত্র জানায়, বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার ও বাজারের স্বচ্ছতা নিশ্চিত করতে যে কোনো ধরনের বিভ্রান্তিকর প্রচারণা বা মিথ্যা তথ্য ছড়ানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
নিয়ন্ত্রক সংস্থা স্পষ্ট করে জানিয়েছে, আইন ভঙ্গ বা প্রতারণায় জড়িত ব্যক্তির পদমর্যাদা বা প্রভাব নির্বিশেষে শাস্তি দেওয়া হবে।