দেশের শিল্প ও অর্থনীতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ‘বেস্ট এন্টারপ্রাইজ অব দ্য ইয়ার ২০২৪’ পুরস্কার অর্জন করেছে। ডিএইচএল ও দ্য ডেইলি স্টার যৌথভাবে আয়োজন করা বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডে প্রতিষ্ঠানটিকে এই সম্মাননা প্রদান করা হয়।
সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওয়ালটনের ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম পুরস্কার গ্রহণ করেন।
তিনি বলেন, “ওয়ালটনকে বৈশ্বিক বাজারে একটি সেরা গ্লোবাল কনজ্যুমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য আমাদের। এ ছাড়া দেশের শিল্পে এআই, আইওটি সমৃদ্ধ উদ্ভাবনী পণ্য উৎপাদনের মাধ্যমে আমরা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা প্রদর্শন করছি।”
উল্লেখ্য, ওয়ালটন ইতোমধ্যেই বিশ্বের ৫০টির বেশি দেশে পণ্য রপ্তানি করছে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে।