প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের বিদ্যালয়গুলোতে দুর্বল ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
রোববার (৯ নভেম্বর) তিনি জেলার শ্যামনগর উপজেলার চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পশ্চিম শ্রীফলকাটি, মুন্সীগঞ্জ, বুড়িদাতিনাখালী ও বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে দক্ষতা যাচাই করেন এবং শিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের পারদর্শিতায় সন্তোষ প্রকাশ করেন। তবে তিনি বলেন, যেসব শিক্ষার্থী দুর্বল, তাদের প্রতি শিক্ষকদের আরও মনোযোগী হতে হবে। শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য হলো কাউকে পিছিয়ে না রাখা।
তিনি আরও উল্লেখ করেন, উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক প্রতিকূলতা ও সামাজিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও শিক্ষার অগ্রগতি ধরে রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, খুলনা বিভাগীয় উপপরিচালক ড. মো. শফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন, উপজেলা নির্বাহী অফিসার দিদারুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো. এনামুল হক এবং ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসাররা।
ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, প্রাথমিক শিক্ষা হচ্ছে জাতির ভিত্তি। প্রত্যেক শিশুর শেখার সুযোগ ও আনন্দদায়ক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা জরুরি।