ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত ট্রেনের একটি বগি হঠাৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার (২৫ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার কালিবাজার ও রোহা এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে হঠাৎ পেছনের একটি বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত ট্রেনটি থামানো হলে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন বলেন, “খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিচ্ছিন্ন হওয়া বগিটিকে সংযোগ দেওয়ার কাজ শুরু করেন। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় বগি পুনরায় সংযুক্ত করে রাত সাড়ে ১০টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।”

এরপর রেল চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে রেলওয়ে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

স্থানীয়রা জানান, ঘটনাটির সময় যাত্রীদের মধ্যে চরম ভীতি ও বিশৃঙ্খলা তৈরি হয়। কেউ কেউ ভেবে নিয়েছিলেন, ট্রেনটি দুর্ঘটনায় পড়েছে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

ইএফ/