বাগেরহাটের মোংলায় সুন্দরবনের পশুর নদীতে পর্যটকবাহী ট্রলারডুবির দুই দিন পর যুক্তরাষ্ট্র প্রবাসী নারী পর্যটক রিয়ানা আবজাল (২৮)-এর মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার (১০ নভেম্বর) সকালে মোংলার সাইলো জেটি সংলগ্ন নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, রিয়ানার মরদেহ উদ্ধার করে চাঁদপাই নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানিয়েছেন।

রিয়ানা আবজাল রাজধানীর উত্তরা এলাকার বাসিন্দা আবুল কালাম আজাদের মেয়ে এবং পেশায় ছিলেন পাইলট। পরে তিনি পেশাগত কারণে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পরিবারের সদস্যদের সঙ্গে তিনি সম্প্রতি দেশে ফিরে সুন্দরবন ভ্রমণে যান।

পরিবারসহ সুন্দরবনের ঢাংমারী এলাকায় অবস্থিত ম্যানগ্রোভ ভ্যালি রিসোর্ট-এ রাতযাপন করার পর শনিবার (৮ নভেম্বর) সকালে তারা ১৩ জন পর্যটক মিলে করমজল পর্যটনকেন্দ্রের উদ্দেশে রওনা দেন। পথে ঢাংমারী ও পশুর নদীর মোহনায় প্রবল ঢেউয়ের তোড়ে ট্রলারটি উল্টে যায়।

ঘটনাস্থলে থাকা স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর অধিকাংশ পর্যটক সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। আশপাশের জেলেরা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। তবে রিয়ানা আবজাল নিখোঁজ ছিলেন।

দুই দিন ধরে কোস্টগার্ড, নৌ পুলিশ ও স্থানীয় জেলেরা নদীতে তল্লাশি চালিয়ে অবশেষে সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নদীপথে নৌযান চলাচলে নতুন করে নির্দেশনা দেওয়া হবে।