ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নে সিঁধ কেটে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রিপন মোল্যা (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) দুপুরে স্থানীয় জনতা তাকে হাতে-নাতে ধরে পুলিশে সোপর্দ করে।

আটক রিপন মোল্যা রায়েরচর গ্রামের আক্তার মোল্যার ছেলে। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং এলাকায় বখাটে হিসেবে পরিচিত।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত তিনটার দিকে রিপন গৃহবধূর ঘরে সিঁধ কেটে ঢোকে। পরে ধর্ষণের পর প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে তাকে আটক করে। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিপনকে গ্রেপ্তার করে থানায় নেয়।

ভুক্তভোগীর স্বামী বলেন, “আমি শ্রমিক হিসেবে বাইরে কাজে ছিলাম। সেই সুযোগে রিপন আমার ঘরে ঢুকে আমার স্ত্রীকে নির্যাতন করে। আমি এর ন্যায্য বিচার চাই।”

রিপন পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করে বলেন, “আমি চুরির উদ্দেশ্যে ঢুকেছিলাম, কিন্তু যৌন উত্তেজনায় নিজেকে সংযত রাখতে পারিনি।”

সালথা থানার ওসি (তদন্ত) মারুফ হাসান রাসেল জানান, অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং এলাকাবাসী কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।