জামালপুরে কাভার্ডভ্যানের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মোট পাঁচজনের করুণ মৃত্যু হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জামালপুর–টাঙ্গাইল মহাসড়কের জামালপুর অর্থনৈতিক অঞ্চলের গেটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রথমে তিনজনের মৃত্যু নিশ্চিত হলেও চিকিৎসাধীন আরও দুইজন রাতের মধ্যে মারা যান।
জানা যায়, জামালপুর থেকে টাঙ্গাইলমুখী একটি কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান কলেজ শিক্ষার্থী রাশেদ মিয়া (১৮)। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান চান মিয়া (৬০) এবং আরিফা আক্তার পলি (২২)। দুজনই জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পরবর্তীতে ময়মনসিংহে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান ইজিবাইক চালক জাহাঙ্গীর (৩৪)। একই দুর্ঘটনায় লড়াই করে হার মানেন আশেক মাহমুদ কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী সুমাইয়া জামান সিথি (২১)। সিথি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর এলাকার বাসিন্দা ছিলেন।
দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন শিশুসহ অন্তত চারজন—যাদের মধ্যে নিহত পলির সন্তান আরশ (৫) রয়েছে। অন্যান্য আহতদের পরিচয় পুলিশ এখনো নিশ্চিত করতে পারেনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর কাভার্ডভ্যানের চালক গাড়িটি দূরে রাস্তার পাশে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ট্রাকটি জব্দ করে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, নিহতের সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়িয়েছে। উদ্ধারকৃত গাড়ি দুটিকে থানায় নেওয়া হয়েছে এবং পলাতক ট্রাকচালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
জেলায় সড়ক দুর্ঘটনার সংখ্যা কমাতে পুলিশের বাড়তি নজরদারি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন এলাকাবাসী। তারা বলছেন মহাসড়কে নিয়ন্ত্রণহীন গাড়ি চলাচল বন্ধ না হলে এমন মৃত্যু মিছিল থামবে না।