চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশের সুনাম রক্ষায় অনলাইনে প্রতারণা ঠেকাতে সাতজন স্থানীয় ব্যবসায়ীকে আনুষ্ঠানিকভাবে ইলিশ বিক্রির অনুমোদন দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে ব্যবসায়ীদের হাতে নিবন্ধন সনদ তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

জানা যায়, “চাঁদপুরের ইলিশ” নামে সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য প্রতারণার অভিযোগ পাওয়ার পর জেলা প্রশাসন কঠোর হয়। যাচাই-বাছাই শেষে জেলার স্থায়ী ৪৪ জন আবেদনকারীর মধ্যে সাতজন ব্যবসায়ীকে প্রথম ধাপে অনুমোদন দেওয়া হয়।

নিবন্ধনপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো— ইলিশ ভাইয়া চাঁদপুর, মাছ পল্লী, একিন সপ, তাজা ইলিশ.কম, ইলিশ রানী, রুপালী বাজার ও সজিব ইলিশের বাজার।

ডিসি বলেন, “চাঁদপুরের নাম ব্যবহার করে যেন কেউ প্রতারণা করতে না পারে, সেটিই আমাদের মূল লক্ষ্য। নিবন্ধনপ্রাপ্ত ব্যবসায়ীদের নাম ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কেউ প্রতারণা করলে ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, নিবন্ধন সম্পূর্ণ বিনামূল্যে এবং প্রতি বছর নবায়নের সুযোগ থাকবে। “যারা ব্যবসা বন্ধ রাখবেন, তাদের নিবন্ধন বাতিল করা হবে,” বলেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন, পুলিশ সুপার আব্দুর রকিব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. এন জামিউল হিকমা, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশ।

চাঁদপুরের ইলিশের ব্র্যান্ডমূল্য ধরে রাখতে এটি একটি নজিরবিহীন উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয়রা।