ফরিদপুরে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কোতয়ালী থানার মুন্সিবাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযানটি চালানো হয়।
র্যাব জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ‘বিএম লাইন’ পরিবহনের একটি বাস তল্লাশি করে চারজনকে আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন— বাত্ত্যা চাকমা, দক্কা চাকমা, সপ্না দেবী চাকমা ও বাদী চাকমা। তারা সীমান্ত এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদক এনে ফরিদপুরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করত।
কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম বলেন, উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
ফরিদপুরে ২০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
র্যাবের চেকপোস্টে বাস তল্লাশি, উদ্ধার ৬ লাখ টাকার মাদক
স্থান
ফরিদপুর
