বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, বিএনপি ক্ষমতা দখল নয়, জনগণের ম্যান্ডেটের মাধ্যমেই ক্ষমতায় যেতে চায়। তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান চাইলে ৫ আগস্টই ক্ষমতা নিতে পারতেন, কিন্তু তিনি জনগণের অনুমোদন ছাড়া তা করেননি। কারণ বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী দল।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ফেনীর পরশুরাম উপজেলার কালিকাপুর এলাকার বল্লামুখা বেড়িবাঁধের পাশে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, দেশের ভবিষ্যৎ কয়েকজন মিলে ঠিক করে দেওয়ার অধিকার কারও নেই। জনগণই দেশের মালিক। তাই আগামী নির্বাচনেই প্রমাণ হবে জনগণ বিএনপির সাথেই আছে।” তিনি আরও বলেন, “আমরা চাই, একই দিনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হোক, যাতে জনগণ সরাসরি মতামত দিতে পারে। এটি দেশ ও গণতন্ত্রের স্বার্থে প্রয়োজন।

তিনি আরও অভিযোগ করেন, সীমান্তের ওপার থেকে শেখ হাসিনা শুনবেন কি না জানি না, কিন্তু মোদি নিশ্চয় শুনবেন। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা চলছে। কেউ যদি আদালতে এসব অন্যায্য আইন চ্যালেঞ্জ করে, তবে সেগুলো টিকবে না।

বিএনপির এই নেতা বলেন, ক্ষমতায় গেলে বল্লামুখাসহ মুহুরী, কহুয়া ও সিলেনিয়া নদীতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে। তিনি দাবি করেন, “প্রতিবেশী দেশ ভারত কখনো আমাদের ভালো চায়নি। তারা চায় না বাংলাদেশ আত্মনির্ভরশীল বা অর্থনৈতিকভাবে শক্তিশালী হোক।”

সভায় বিশেষ অতিথি ছিলেন ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন, পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক, সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি প্রমুখ।

সমাবেশ শেষে স্থানীয়রা টেকসই বাঁধ নির্মাণের দাবিতে একটি মশাল মিছিল বের করেন। বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামবাসী দ্রুত সরকারি উদ্যোগে স্থায়ী সমাধানের আহ্বান জানান।