ময়মনসিংহের ত্রিশালে এক ভয়াবহ পারিবারিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ব্যবসার জন্য টাকা না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে নিজের মা-বাবাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখেন ছেলে রিয়াদ হাসান রাজু (৩০)। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বৈলর ইউনিয়নের বাশকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোহাম্মদ আলী (৭০) ও রানোয়ারা বেগম (৬০)।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে প্রথমে মা রানোয়ারা বেগমকে গলা টিপে হত্যা করেন রাজু। পরে সন্ধ্যায় বাবা ঘরে ফিরলে তাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন। এরপর দুজনের মরদেহ ঘরের মেঝেতে পুঁতে রাখেন।
পরদিন সকালে বোন জরিনা খাতুন ঘরে এসে রক্তের দাগ ও খোঁড়া মাটি দেখে প্রতিবেশীদের জানান। খবর পেয়ে পুলিশ এসে রাজুকে আটক করে।
ত্রিশাল থানার ওসি মনসুর আহম্মেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু হত্যার দায় স্বীকার করেছেন। তিনি বেকার ছিলেন এবং ব্যবসার জন্য বাবা-মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে রাগে এ হত্যাকাণ্ড ঘটান।
ঘটনাটি এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ বলছে, “এটি পরিকল্পিত হত্যাকাণ্ড—প্রমাণ সংগ্রহের কাজ চলছে।”