ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলস্টেশনের পাশে সোমবার রাত ১১টার দিকে স্থানীয়রা একটি শপিং ব্যাগে নবজাতকের দেহ পেয়ে পুলিশে খবর দেন। পরে রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ শিশুটির দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ওসি বলেন, “প্রায় এক দিন বয়সী শিশু হতে পারে। সম্ভবত অবৈধ গর্ভপাত করে ফেলে যাওয়া হয়েছে।”
স্থানীয়রা এই নৃশংস ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। ঘটনাটিকে মানবিক অবক্ষয়ের বেদনাদায়ক উদাহরণ বলে মন্তব্য করেন পুলিশ কর্তৃপক্ষ।
মরদেহ
কসবায় রেললাইনের পাশে নবজাতকের মরদেহ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেললাইনের ধারে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অবৈধ গর্ভপাতের ফল হিসেবে ধারণা করা হচ্ছে।
স্থান
ব্রাহ্মণবাড়িয়া
