নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ি পশ্চিমপাড়া গ্রামে গলায় ফাঁস দিয়ে তাজমিন খানম (৯) নামে এক শিশু আত্মহত্যা করেছে।
রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তাজমিন ওই গ্রামের মো. তরিকুল মোল্যার মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে খেলা করছিল তাজমিন। খেলা শেষে বাড়ি ফেরার পর সে দেখতে পায়, তার গলায় থাকা স্বর্ণের চেইনটি নেই। মা-বাবা খোঁজাখুঁজি শুরু করলে চেইনের একটি অংশ পাওয়া যায়, তবে বাকি অংশ খুঁজে পাওয়া যায়নি। কিছুক্ষণ পর তাজমিন ঘরে চলে যায়। পরে তার মা-বাবা দরজা বন্ধ অবস্থায় ঘরে প্রবেশ করতে না পেরে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় শিশুটিকে ঝুলন্ত দেখতে পান।
খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তারেক তালুকদার বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
স্থানীয়দের মতে, ছোট্ট একটি চেইন হারানোকে কেন্দ্র করে এমন মর্মান্তিক ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইএফ/