রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করেছেন, ইউক্রেইন ইস্যুতে নেটো ও ইউরোপীয় ইউনিয়ন আসলে সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে।

জি২০ বৈঠকে দেওয়া বক্তৃতায় ল্যাভরভ বলেন, “পশ্চিমারা ইচ্ছাকৃতভাবে ইউক্রেইনকে অস্ত্রশস্ত্রে ভরিয়ে তুলছে। এর মানে তারা যুদ্ধক্ষেত্রে সরাসরি জড়িত।”

যুক্তরাজ্য এই মন্তব্যকে ‘ভিত্তিহীন প্রচারণা’ বলে প্রত্যাখ্যান করেছে। ইউরোপীয় ইউনিয়নও জানিয়েছে, তারা কেবল ইউক্রেইনকে আত্মরক্ষার সহায়তা দিচ্ছে।

বর্তমানে ইউক্রেইনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে। যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। বরং ল্যাভরভের এই বক্তব্য পশ্চিমা বিশ্ব ও রাশিয়ার মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।