ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ঘরের মূল গেটের তালা কেটে দরজা ভেঙে প্রায় ২৬ ভরি স্বর্ণালংকারসহ ৫৫ লাখ টাকার বেশি মালামাল লুট করে নিয়ে গেছে।
এ ঘটনায় শনিবার (১ নভেম্বর) রাতে প্রবাসীর স্ত্রী ববি আক্তার বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে দাগনভূঞা থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে কাতার প্রবাসী নাসির উদ্দীনের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। ভুক্তভোগী ববি আক্তার বলেন, আমি দুই সন্তান নিয়ে কয়েক দিন বাবার বাড়িতে ছিলাম। বাড়ি ফিরে দেখি ঘরের মূল গেট ও দরজা ভাঙা, ভেতরের আলমারির তালা ভাঙা অবস্থায়। সব স্বর্ণালংকার ও নগদ টাকা উধাও।
তিনি জানান, চোরেরা ২৬ ভরি স্বর্ণালংকারের পাশাপাশি ১ লাখ টাকার ডায়মন্ড আংটি, দুটি নাকফুল এবং নগদ ১২ হাজার টাকা নিয়ে গেছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৫৫ লাখ ১২ হাজার টাকা।
ঘটনার পর স্থানীয়রা বিষয়টি থানায় জানানোর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, ঘর তালাবদ্ধ থাকায় এটি ডাকাতি নয়, বরং একটি পরিকল্পিত চুরির ঘটনা। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তদন্ত শুরু হয়েছে।
তিনি আরও বলেন, অপরাধীদের শনাক্ত ও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি দাগনভূঞা উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে চুরি ও ডাকাতির ঘটনা ঘটছে। কয়েক সপ্তাহ আগেও সিলোনিয়া ও মাতুভূঞা এলাকায় র্যাব পরিচয়ে ব্যাংক এজেন্ট শাখায় লুটপাট এবং গরু চুরির ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।