সিরাজগঞ্জের আলোচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত তিনজনকে কেন্দ্র করে দায়ের করা তিনটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মোট ৫৪৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

রোববার (১০ নভেম্বর) সিরাজগঞ্জ আদালতে চার্জশিট জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন আদালত পরিদর্শক মো. রওশন ইয়াজদানি। তদন্ত শেষ করে পৃথক তিনটি মামলার প্রতিবেদন দাখিল করেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা।

নিহতরা হলেন জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু, বিএনপি কর্মী আব্দুল লতিফ ও ছাত্রদল কর্মী সুমন শেখ। তাঁদের পরিবারের সদস্যরা পৃথক তিনটি হত্যা মামলা দায়ের করেন—রঞ্জুর স্ত্রী মৌসুমী খাতুন, লতিফের বোন সালেহা খাতুন এবং সুমনের বাবা গঞ্জের আলী বাদী হিসেবে মামলাগুলো করেন।

চার্জশিটে অভিযুক্তদের মধ্যে রয়েছেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী হাসান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদারসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বহু সাবেক নেতাকর্মী।

২০২৫ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিরাজগঞ্জ শহরের স্টেশন রোড এলাকায় ছাত্র-জনতার মিছিলে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান রঞ্জু, লতিফ ও সুমন।

রঞ্জু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই প্রণয় কুমার প্রামানিক জানান, এই মামলায় ১৯৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। অপরদিকে, এসআই শরীফুল ইসলাম জানান, লতিফ হত্যায় ১৭৮ জন ও সুমন হত্যায় ১৭৬ জনকে আসামি করে প্রতিবেদন দাখিল করা হয়েছে। তিনটি মামলাতেই শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও হাবিবে মিল্লাতসহ শীর্ষ নেতাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি বলেন, ঘটনাটির ভিডিও, প্রত্যক্ষদর্শীর বর্ণনা ও তদন্তে সংগৃহীত প্রমাণের ভিত্তিতে চার্জশিট চূড়ান্ত করা হয়েছে।