টেকনাফের গহিন পাহাড়ে বাংলাদেশের নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে ৩৯ জনকে উদ্ধার করেছে। এদের মধ্যে ১৮ জন রোহিঙ্গা নারী, ১১ জন রোহিঙ্গা পুরুষ, ৮ জন রোহিঙ্গা শিশু এবং ২ জন বাঙালি পুরুষ রয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দিবাগত রাতে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ে পরিচালিত এ অভিযানে নৌবাহিনীর বিশেষায়িত কমান্ডো দল ও কোস্টগার্ডের সদস্যরা অংশ নেন। অভিযানের সময় পাচার চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুইজনকে আটক করা হয়।

ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী, মানবপাচার চক্র তাদের দীর্ঘদিন পাহাড়ে জিম্মি করে রাখছিল। অনেককে মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখানো হয় এবং মুক্তিপণ আদায়ের চেষ্টা চালানো হত। অনেকে অর্থ দেওয়া সত্ত্বেও মুক্তি পায়নি।

উদ্ধারকৃতদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আটক দুই মানবপাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নৌবাহিনী জানিয়েছে, চলতি বছর ১৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত যৌথ অভিযানে মোট ১৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। দায়িত্বপূর্ণ এলাকায় মাদক, সন্ত্রাস ও মানবপাচারসহ সব ধরনের অপরাধ দমন করতে নৌবাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।