নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌর এলাকার পাঁচতলা নামক স্থানে একটি কুনিং কারখানা ও সুতার গোডাউনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ সোমবার (৬ অক্টোবর) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আব্দুল কাদেরের মালিকানাধীন কুনিং কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা মাধবদী ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন।
খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং পরে নরসিংদী ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা।
মাধবদী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. রায়হান বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
এদিকে, মাধবদী পৌরসভার কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা ও গোডাউন পরিদর্শন করেছেন।