নোয়াখালীর সোনাইমুড়ীতে মাইকে পাখির ডাক বাজিয়ে ফাঁদ পেতে অবৈধভাবে পাখি শিকার করার অভিযোগে দুই শিকারিকে আটক করে উপকূলীয় বন বিভাগ। পরে মোবাইল কোর্টের মাধ্যমে বন্যপ্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২ অনুযায়ী তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (৩ নভেম্বর) রাতের অভিযানে উপজেলার বারগাঁও ইউনিয়নের মোল্লাপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন ওই গ্রামের তবু মিয়ার ছেলে আব্দুল হান্নান (৫২) এবং ফয়েজের ছেলে সাকিব (২০)।

বন বিভাগের বিশেষ দল জানায়, দুই ব্যক্তি মাইকের মাধ্যমে ডাহুক, বালি হাঁসসহ বিভিন্ন পাখির ডাক বাজিয়ে প্রলুব্ধ করছিলেন। এরপর জাল পেতে পাখিগুলো ধরার চেষ্টা চলছিল। খবর পেয়ে বন কর্মকর্তারা দ্রুত অভিযান চালিয়ে দুটি বালি হাঁস, একটি জাল ও ব্যবহৃত সাউন্ড সিস্টেম জব্দ করেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে আইন অনুযায়ী উভয়কে কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার সকালে তাদের নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ বলেন, “বন্যপ্রাণি আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ অবৈধভাবে পাখি শিকার করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

ইউএনও নাছরিন আক্তার জানান, “পাখি হত্যা শুধু অপরাধ নয়, এটি পরিবেশের ভারসাম্য নষ্ট করে। প্রকৃতি রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। ভবিষ্যতে এমন অভিযান আরও জোরদার করা হবে।”

অভিযানে বন্যপ্রাণি ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহীম খলিলসহ স্থানীয় বাসিন্দারাও উপস্থিত ছিলেন।