‘সহজক্যাশ লিমিটেড’ নামে কোনো প্রতিষ্ঠানকে আর্থিক লেনদেনের অনুমতি দেয়নি বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনে “সহজক্যাশ লিমিটেড” নামের প্রতিষ্ঠানটি দাবি করেছে, তারা শিগগিরই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) চালু করবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো আবেদন পাওয়া যায়নি, এবং বর্তমানে এমন কোনো আবেদন প্রক্রিয়াধীনও নেই।
কেন্দ্রীয় ব্যাংক জনগণকে সতর্ক করে বলেছে ‘সহজক্যাশ’-এর সঙ্গে কোনো আর্থিক চুক্তি, বিনিয়োগ বা চাকরির চুক্তিতে জড়াবেন না।
বাংলাদেশ ব্যাংকের অনুমোদনপ্রাপ্ত এমএফএস প্রতিষ্ঠানগুলোর তালিকায় বর্তমানে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায়, ট্যাপ, সোনালী ইত্যাদি।
সতর্কীকরণে আরও বলা হয়, “অঅনুমোদিত প্রতিষ্ঠানের ফাঁদে পড়ে কেউ প্রতারিত হলে বাংলাদেশ ব্যাংক কোনো দায় নেবে না।”
সাইবার প্রতারণা ও অবৈধ লেনদেন রোধে এই সতর্কতা কার্যকর করার নির্দেশও দেওয়া হয়েছে।