পটুয়াখালীর দশমিনা উপজেলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মো. সোহাগ নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যার আগে বেতাগী ইউনিয়নের বড় গোপালদী বাজারের দক্ষিণ পাশে একটি পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়।

আটক যুবক মো. সোহাগ পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের বাসিন্দা। তিনি দশমিনায় তার শ্বশুরবাড়ি বেড়াতে এসে গাঁজা বিক্রয় করার সময় জনতার হাতে ধরা পড়েন।

ছাত্রদলের নেতার উদ্যোগে আটক: স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই যুবক গাঁজা বিক্রির জন্য এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন ও কিছু স্থানীয় লোক তাকে আটক করে তল্লাশি চালায়। এ সময় তার কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরে স্থানীয়রা বিষয়টি দশমিনা থানায় জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে তাকে আটক করে নিয়ে যায়। দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম বলেন, "স্থানীয়দের সহযোগিতায় গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।"

ইএফ/