বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহিদ শিক্ষক ড. শামসুজ্জোহা’র কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে রাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেল “ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম”

রবিবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থিত শহিদ শামসুজ্জোহা’র কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের এ আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন “ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম” প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর, জিএস প্রার্থী নাফিউল জীবন, এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষাসহ প্যানেলের অন্যান্য সদস্যরা।

নেতৃবৃন্দ বলেন, “শহিদ শামসুজ্জোহা শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গর্ব নন, তিনি শিক্ষকতার মর্যাদা ও মানবতার প্রতীক। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও শিক্ষাবান্ধব রাকসু গঠনে অঙ্গীকারবদ্ধ।”