শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে মানবিক উদ্যোগ হিসেবে রাজশাহী মহানগর ছাত্রদলের আয়োজনে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করা হয়েছে।
বুধবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন আলুপট্টি মোড়ে এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।
রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনের নেতৃত্বে পরিচালিত এ ক্যাম্প থেকে সাধারণ জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা এবং জরুরি অ্যাম্বুলেন্স সেবা প্রদান করা হচ্ছে।
এই উদ্যোগের মাধ্যমে দুর্গাপূজায় আগত ভক্ত ও সাধারণ মানুষ যেন প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহজেই পেতে পারেন, সে লক্ষ্যেই ছাত্রদলের এই মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।