বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নে বুধবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত গণসংযোগ ও মতবিনিময় সভায় বিএনপি নেতা সৈয়দ নাসির আহমেদ মালেক সাধারণ মানুষকে ভোটকালীন সহনশীলতার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যারা নিরীহ আওয়ামী লীগ কর্মী, বাধ্য হয়ে মিছিলে বা সভায় গেছে, কিন্তু কারও ক্ষতি করেনি তাদের প্রতি সহনশীল হন, তাদের বুকে টেনে নিন।
সভায় তিনি আরও অভিযোগ করেছেন, হাসপাতালে দেশে প্রিয় আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে হত্যা করা হয়েছে। কিন্তু সেই একই সময়ে জামায়াত আওয়ামী লীগের বাড়ি বাড়ি গিয়ে অভিযোগ করছে যে বিএনপি মারছে, তারা নিজেই সাম্প্রদায়িক রাজনীতি করছে। এখন ভোটের জন্য তারা হিন্দু ভাইদের বাড়ি যাচ্ছে, পূজায় যাচ্ছে, গীতা পাঠ করছে, মঞ্চে বক্তব্য দিচ্ছে এবং প্রসাদ গ্রহণ করছে একমাত্র ভোটের আশায়।
সৈয়দ নাসির আহমেদ মালেক স্পষ্ট করে বলেন, যারা আওয়ামী লীগের নামে জুলুম, হামলা, মামলা বা দখল করেছে, তাদের সঙ্গে কোনো আপস নেই। কিন্তু যারা নিরীহ, শুধুমাত্র নাম লেখিয়েছে বা বাধ্য হয়ে অংশ নিয়েছে, তাদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করতে হবে। ভোটে জয়ী হতে হলে বাড়ি বাড়ি গিয়ে তাদের বলুন, বিএনপি ক্ষমতায় এলে তারা শান্তিতে ও নিরাপদে থাকবে, আমরা সেই দায়িত্ব নিচ্ছি।
সভায় জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম এ সালাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, মহিলা দলের নেত্রী ফরিদা বেগম, মোহাম্মদ রোজিনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
এই সভা ছিল দলের ৩১ দফা কর্মসূচি সম্পর্কিত লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রমের অংশ। বিএনপি নেতারা দাবি করেছেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি করে ভোটে তাদের সুবিধা নিশ্চিত করা হবে।