নোয়াখালীর বেগমগঞ্জে আলোচিত কিশোর মারওয়ান হোসেন বিজয় হত্যা মামলার এজাহারনামীয় আসামি ও কুখ্যাত ‘দেলোয়ার বাহিনী’র সদস্য শুভ (২৬) কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (২১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার জামিদারহাট এলাকায় ইসলামী ব্যাংকের সামনে অভিযান চালিয়ে র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের একটি দল তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত শুভ বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের রাজা মিয়ার বাড়ির রাজা মিয়ার ছেলে।
র্যাব জানায়, গত ৩ অক্টোবর রাতে বেগমগঞ্জের একলাশপুর এলাকায় ‘দেলোয়ার বাহিনী’র কয়েকজন সদস্য মিলে কিশোর মারওয়ান হোসেন বিজয়কে নির্মমভাবে হত্যা করে। মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বিজয়ের গতিরোধ করে তারা। এরপর রামদা, ছোরা, কিরিচ ও চাইনিজ কুড়ালসহ ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি তিন শতাধিক কোপ মেরে তাকে হত্যা করা হয়। ওই হামলায় এক প্রত্যক্ষদর্শী সাক্ষীকেও কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা।
স্থানীয়রা বিজয়কে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনায় নিহতের বোন শাহানাজ আক্তার সুবর্ণা বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ‘দেলোয়ার বাহিনী’র একাধিক সদস্যকে আসামি করা হয়, যারা ঘটনার পর থেকেই পলাতক ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুভকে গ্রেপ্তার করা হয়। এর আগেও মামলার এজাহারভুক্ত আরেক আসামি সৈকতকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুভ তার নাম-পরিচয় ও ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু জানান, শুভ হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি। তাকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। সমাজে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় র্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।